কর্মপদ্ধতি


 সভাপতিঃ


"যুব বন্ধু সমবায় সমিতি "
১। সভাপতি মূলত সংগঠনের মহা-পরিচালকের দায়িত্ব পালন করে থাকবেনসমিতির সার্বিক পরিচালনার দায়িত্ব তার উপরসমিতির প্রতিটি বিষয়ে তিনি সার্বক্ষণিক নজরদারি করবেন এবং সকল সদস্য ও দায়িত্বশীলদের সাথে যোগাযোগসহ পরামর্শ, মতামত ও সিদ্ধান্ত আদান-প্রদান করবেনপ্রত্যেক বিভাগের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ সম্পর্কে সংবাদ তার জানা থাকবেপ্রয়োজনে নতুন কোন পদক্ষেপ গ্রহণ করার অধিকার থাকবেতবে তা অবশ্যই সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষেসমিতির সার্বিক ক্ষমতা তার হাতে থাকবেসর্বক্ষেত্রে তার রায় চূড়ান্ত বলে বিবেচিত হবেতবে সমিতির মূলনীতির পরিপন্থী না হতে হবে এবং একচেটিয়া মনোভাব না থাকতে হবে

২। সমিতির সভাপতি নির্বাচিত হবে সদস্যদের সর্ব সিদ্ধান্তের ভিত্তিতেসাভাপতির মেয়াদ ৬ মাস ।  তিনি কোন পদে রদ-বদল করতে চাইলে তা সদস্যদের সর্ব সিদ্ধান্ত অনুযায়ী করতে হবেসভাপতির মাঝে সমিতির সংবিধানে প্রণীত মূলনীতি পরিপন্থী ও ক্ষতিকারক কোন কিছু পরিলক্ষিত হলে কিংবা দায়-দায়িত্বের ব্যাপারে উদাসীনতা দেখা দিলে সকল সদস্যের আলোচনা ও সিদ্ধান্ত সাপেক্ষে নির্ধারিত মেয়াদের পূর্বেই তাকে তার পদ থেকে বরখাস্ত করা হবে এবং নতুন সভাপতি নিয়োগ দেয়া হবে
সমিতির কোন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সভাপতির মঞ্জুরি ও স্বাক্ষর অপরিহার্য বলে গণ্য হবে

1 comment:

  1. সুন্দর সমিতি
    যুবদের জন্য মডেল হবে ।
    http://zilhajjgroup.com

    ReplyDelete