কর্মপদ্ধতি
সভাপতিঃ
"যুব বন্ধু সমবায় সমিতি "
১। সভাপতি মূলত সংগঠনের মহা-পরিচালকের দায়িত্ব পালন করে থাকবেন। সমিতির সার্বিক পরিচালনার দায়িত্ব তার উপর। সমিতির প্রতিটি বিষয়ে তিনি সার্বক্ষণিক নজরদারি করবেন এবং সকল সদস্য ও দায়িত্বশীলদের সাথে যোগাযোগসহ পরামর্শ, মতামত ও সিদ্ধান্ত আদান-প্রদান করবেন। প্রত্যেক বিভাগের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ সম্পর্কে সংবাদ তার জানা থাকবে। প্রয়োজনে নতুন কোন পদক্ষেপ গ্রহণ করার অধিকার থাকবে। তবে তা অবশ্যই সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে। সমিতির সার্বিক ক্ষমতা তার হাতে থাকবে। সর্বক্ষেত্রে তার রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে। তবে সমিতির মূলনীতির পরিপন্থী না হতে হবে এবং একচেটিয়া মনোভাব না থাকতে হবে।
২। সমিতির সভাপতি নির্বাচিত হবে সদস্যদের সর্ব সিদ্ধান্তের ভিত্তিতে। সাভাপতির মেয়াদ ৬ মাস । তিনি কোন পদে রদ-বদল করতে চাইলে তা সদস্যদের সর্ব সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। সভাপতির মাঝে সমিতির সংবিধানে প্রণীত মূলনীতি পরিপন্থী ও ক্ষতিকারক কোন কিছু পরিলক্ষিত হলে কিংবা দায়-দায়িত্বের ব্যাপারে উদাসীনতা দেখা দিলে সকল সদস্যের আলোচনা ও সিদ্ধান্ত সাপেক্ষে নির্ধারিত মেয়াদের পূর্বেই তাকে তার পদ থেকে বরখাস্ত করা হবে এবং নতুন সভাপতি নিয়োগ দেয়া হবে।
সমিতির কোন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সভাপতির মঞ্জুরি ও স্বাক্ষর অপরিহার্য বলে গণ্য হবে।
Subscribe to:
Comments (Atom)
সুন্দর সমিতি
ReplyDeleteযুবদের জন্য মডেল হবে ।
http://zilhajjgroup.com